Arnob - Shobdo Lyrics

Lyrics Shobdo - Arnob



শব্দ তোরা বেড়াতে যাসনা কেন?
শব্দ তোদের গভীর দুঃখ দান
শব্দ তোরা বেড়াতে যাসনা কেন?
শব্দ তোদের গভীর দুঃখ দান
শব্দ তোদের ছবির নীরবতা
শব্দ তোদের ঘুঙুর বাজানো গান
শব্দ তোরা বেড়াতে যাসনা কেন?
শব্দ তোদের গভীর দুঃখ দান
শব্দ তোদের ছবির নীরবতা
শব্দ তোদের ঘুঙুর বাজানো গান
শব্দ তোমরা ক্লান্ত করেছো খুব
আর তোমাদের দেহলীতে যাবো না
শব্দ তোমরা ক্লান্ত করেছো খুব
আর তোমাদের দেহলীতে যাবো না
একা পাশে পেলে ধরবো তোমার হাত
শব্দ তুমি একলা অনন্যা
শব্দ তোমার ধূসর মলিন বেশ
বাজার দরে বিকোও দশটা হাতে
শব্দ তোমার ধূসর মলিন বেশ
বাজার দরে বিকোও দশটা হাতে
ছটফটে রাত এলোমেলো পায়চারী
শব্দ আমি ঘুমোবো তোমার সাথে





Attention! Feel free to leave feedback.