Asha Bhosle - Ami Mon Diye Chi Lyrics

Lyrics Ami Mon Diye Chi - Asha Bhosle



আমি মন দিয়েছি
মনটা নিতে চাই
একটু হা তোমায়
ডাকছি কাছে তাই
আমি অনেক দেখে শুনে
এই নিয়েছি মেনে
তোমার মতো সঙ্গী
কোথাও নাই নাই নাই নাই
আমি মন দিয়েছি
মনটা নিতে চাই
একটু হা তোমায়
ডাকছি কাছে তাই
আমি অনেক দেখে শুনে
এই নিয়েছি মেনে
তোমার মতো সঙ্গী
কোথাও নাই নাই নাই নাই।।
ভালো লাগার
সময় এখন শেষ
এবার খুঁজি
ভালবাসার দেশ
যেথায় শুধু তুমি
তোমার পাশে আমি
ইচ্ছে মতন চলে যাই
হা হা হা
আমি মন দিয়েছি
মনটা নিতে চাই
একটু হা তোমায়
ডাকছি কাছে তাই
আমি অনেক দেখে শুনে
এই নিয়েছি মেনে
তোমার মতো সঙ্গী
কোথাও নাই নাই নাই নাই
দিনের শেষে
আসবে নেমে রাত
শক্ত হাতে
ধরেছি মোরা হাত
নেইতো ছাড়াছারি
নেইতো কোনো আড়ি
যখন তোমায় কাছে পাই
হা হা হা
আমি মন দিয়েছি
মনটা নিতে চাই
একটু হা তোমায়
ডাকছি কাছে তাই
আমি অনেক দেখে শুনে
এই নিয়েছি মেনে
তোমার মতো সঙ্গী
কোথাও নাই নাই নাই নাই
আমি মন দিয়েছি
মনটা নিতে চাই।।।



Writer(s): BAPPI LAHIRI, PULAK BANDHOPADHYAY


Asha Bhosle - Amor Sanghi (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.