Lyrics Ami Mon Diye Chi - Asha Bhosle
আমি
মন
দিয়েছি
মনটা
নিতে
চাই
একটু
হা
তোমায়
ডাকছি
কাছে
তাই
আমি
অনেক
দেখে
শুনে
এই
নিয়েছি
মেনে
তোমার
মতো
সঙ্গী
কোথাও
নাই
নাই
নাই
নাই
আমি
মন
দিয়েছি
মনটা
নিতে
চাই
একটু
হা
তোমায়
ডাকছি
কাছে
তাই
আমি
অনেক
দেখে
শুনে
এই
নিয়েছি
মেনে
তোমার
মতো
সঙ্গী
কোথাও
নাই
নাই
নাই
নাই।।
ভালো
লাগার
সময়
এখন
শেষ
এবার
খুঁজি
ভালবাসার
দেশ
যেথায়
শুধু
তুমি
তোমার
পাশে
আমি
ইচ্ছে
মতন
চলে
যাই
হা
হা
হা
আমি
মন
দিয়েছি
মনটা
নিতে
চাই
একটু
হা
তোমায়
ডাকছি
কাছে
তাই
আমি
অনেক
দেখে
শুনে
এই
নিয়েছি
মেনে
তোমার
মতো
সঙ্গী
কোথাও
নাই
নাই
নাই
নাই
দিনের
শেষে
আসবে
নেমে
রাত
শক্ত
হাতে
ধরেছি
মোরা
হাত
নেইতো
ছাড়াছারি
নেইতো
কোনো
আড়ি
যখন
তোমায়
কাছে
পাই
হা
হা
হা
আমি
মন
দিয়েছি
মনটা
নিতে
চাই
একটু
হা
তোমায়
ডাকছি
কাছে
তাই
আমি
অনেক
দেখে
শুনে
এই
নিয়েছি
মেনে
তোমার
মতো
সঙ্গী
কোথাও
নাই
নাই
নাই
নাই
আমি
মন
দিয়েছি
মনটা
নিতে
চাই।।।
Attention! Feel free to leave feedback.