Asha Bhosle - Ektu Baso Chole Jeo Na Lyrics

Lyrics Ektu Baso Chole Jeo Na - Asha Bhosle




একটু বোসো চলে যেও না
হাঁ একটু বোসো চলে যেও না
যেও না চলে চলে যেও না
চলে গেলে মধু রাত ফিরে পাবে না
হায় না হায় না
একটু বোসো চলে যেও না
হাঁ একটু বোসো চলে যেও না
যেও না চলে চলে যেও না
চলে গেলে মধু রাত ফিরে পাবে না
হায় না হায় না
এখনি রাতের আঁধারে কি খেলা হবে কে জানে
এসেছি ভালবাসিতে কতটুকু তা কে জানে
আমায় ছেড়ে সরে যেও না
যেও না সরে চলে যেও না
চলে গেলে মধু রাত ফিরে পাবে না
হায় না হায় না
ডেকে নাও কাছে আমাকে লজ্জা তাতে ক্ষতি কি?
হল তো চেনাশোনা নাহলেই বা ক্ষতি কি?
আর দেখা হবে না থাকো না
মন জুরে চলে যেও না
যেও না চলে চলে যেও না
চলে গেলে মধু রাত ফিরে পাবে না
হায় না হায় না
একটু বোসো চলে যেও না
যেও না চলে চলে যেও না
চলে গেলে মধু রাত ফিরে পাবে না
হায় না হায় না



Writer(s): r.d. burman


Attention! Feel free to leave feedback.