Asha Bhosle - Tumi Acho Ami Achi Lyrics

Lyrics Tumi Acho Ami Achi - Asha Bhosle



অপেক্ষা by মিনার
কেমন যেন হয়ে আছে আকাশটা
অনেক স্মৃতি ছিল রং রঙ্গা
হঠাৎ প্রশ্নরা সব পথ হারিয়ে
খুজছে তোমার ঠিকানা।
কোথায় লুকিয়ে মেঘের ঘনঘটা
কোথায় হারিয়ে রুপালি দুপুর
অনেক অভিমানী হয়ে মনটা আমার
খুজছে তোমার ঠিকানা।
এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন
গড়বো বলে সুখের নাটাই
রুপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল
এসোনা আবার সবটাই সাজাই।
তুমি কোথায় আছো, আমি কোথায় আছি
কেন যে আজ দুজন দু দিকে ভাসি
আমি কোথায় আছি, তুমি কোথায় আছ
কেন যে আজ দুজন দু দিকে ভাসি।
কেমন যেন হয়ে আছে শহরটা
মানুষ গুলো থমকে একা
অবাক তাকিয়ে থাকা দূর আরো দূর
হারিয়ে সুরের সীমানা
কোথাও বইছে মোহের মাতাল হাওয়া
কোথাও উড়ছে স্মৃতির পায়রা
আলোর দিন আর রাতের আঁধারটা
করছে ভোরের অপেক্ষা।
এই পথটা ধরে জানি হেটেছিলাম দুজন
গড়বো বলে সুখের নাটাই
রুপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল
এসোনা আবার সবটাই সাজাই।
তুমি কোথায় আছো, আমি কোথায় আছি
কেন যে আজ দুজন দু দিকে ভাসি
আমি কোথায় আছি, তুমি কোথায় আছ
কেন যে আজ দুজন দু দিকে ভাসি...



Writer(s): JOSHNA BHOLE


Asha Bhosle - Pati Param Guru
Album Pati Param Guru
date of release
13-11-2014




Attention! Feel free to leave feedback.