Lyrics Du Chokher Isharay - Asit
দু চোখের ইশারায় এই মনটাকে
বেঁধেছি আজ স্বপ্ন পুরে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
দু চোখের ইশারায় এই মনটাকে
বেঁধেছি আজ স্বপ্ন পুরে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
হুম...
মেঘ ভেজা রোদ্দুরে
মাঝরাতে দুপুরে
ছাউনিতে ছাউনি তোর
খুঁজেছে বারে বারে
হাত বাড়িয়ে দেখ এই হাত ধরে
চল যাই চলে বহু দূরে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
অন্তহীন ইচ্ছেরা চায় শুধু
তোর ছোয়া
রং তুলি তোর চোখে
এঁকেছে এ কোন হাওয়া
ডাক দিচ্ছে মনের সব ইচ্ছেরা
ভেসে যাই চল অন্ত মেলে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
দু চোখের ইশারায় এই মনটাকে
বেঁধেছি আজ স্বপ্ন পুরে
বেপরোয়া স্বপ্নরা
তোর ঠিকানায় গিয়েছি উড়ে
হে ...হে... হে... হো.হো... হো...
Attention! Feel free to leave feedback.