Babul Supriyo feat. DJ Rik & Dj Jits - Chandrabali Raat (LoFi) Lyrics

Lyrics Chandrabali Raat (LoFi) - Babul Supriyo feat. DJ Rik & Dj Jits




চন্দ্রাবলী রাত ছন্দে গাঁথা
তারায় তারায় কত কথা
আকাশ ভরা কত যে গান
ঝিলমিল আলো, নীরবতা
চন্দ্রাবলী রাত ছন্দে গাঁথা
তারায় তারায় কত কথা
আকাশ ভরা কত যে গান
ঝিলমিল আলো, নীরবতা
রাতে মন কিছু বলতে যে চায়
আবেশে আবেগে হৃদয় নিরুপায়
রাতে মন কিছু বলতে যে চায়
আবেশে আবেগে হৃদয় নিরুপায়
কাছে নেই তুমি, তাই কাঁদে মন
ব্যথা নিয়ে ফেরে না-বলা কথা
চন্দ্রাবলী রাত ছন্দে গাঁথা
তারায় তারায় কত কথা
আকাশ ভরা কত যে গান
ঝিলমিল আলো, নীরবতা
জানি না আছো আজ কত দূরে
তোমাকেই খোঁজে মন সুরে সুরে
জানি না আছো আজ কত দূরে
তোমাকেই খোঁজে মন সুরে সুরে
কেন যে বোঝো না কী ব্যথা আমার
মধুযামিনী গেল যে বৃথা
চন্দ্রাবলী রাত ছন্দে গাঁথা
তারায় তারায় কত কথা
আকাশ ভরা কত যে গান
ঝিলমিল আলো, নীরবতা
চন্দ্রাবলী রাত ছন্দে গাঁথা
তারায় তারায় কত কথা
আকাশ ভরা কত যে গান
ঝিলমিল আলো, নীরবতা



Writer(s): Jaikshan Shankar, Suvo Dasgupta




Attention! Feel free to leave feedback.