Lyrics Tora Je Ja Bolish Bhai - Babul Supriyo
তোরা
যে
যা
বলিস
ভাই
আমার
সোনার
হরিণ
চাই
মনোহরণ
চপলচরণ
সোনার
হরিণ
চাই
সে
যে
চমকে
বেড়ায়
দৃষ্টি
এড়ায়
যায়না
তারে
বাঁধা
সে
যে
নাগাল
পেলে
পালায়
ঠেলে
লাগায়
চোখে
ধাঁধা
আমি
ছুটবো
পিছে
মিছে
মিছে
পাইবা
নাহি
পাই
আমি
আপন-মনে
মাঠে
বনে
উধাও
হয়ে
ধাই।
তোরা
যে
যা
বলিস
ভাই
আমার
সোনার
হরিণ
চাই
মনোহরণ
চপলচরণ
সোনার
হরিণ
চাই।
তোরা
পাবার
জিনিষ
হাতে
কিনিস
রাখিস
ঘরে
ভরে
যারে
যায়না
পাওয়া
তারই
হাওয়া
লাগলো
কেনো
মোরে
আমার
যা
ছিলো
তা
গেলো
ঘুচে
যা
নেই
তার
ঝোঁকে
আমার
ফুরোয়
পুঁজি
ভাবিস
বুঝি
মরি
তারই
শোকে?
আমি
আছি
সুখে
হাস্যমুখে
দুঃখ
আমার
নাই
আমি
আপন-মনে
মাঠে
বনে
উধাও
হয়ে
ধাই।
তোরা
যে
যা
বলিস
ভাই
আমার
সোনার
হরিণ
চাই
মনোহরণ
চপলচরণ
সোনার
হরিণ
চাই
Attention! Feel free to leave feedback.