Bappi Lahiri feat. Kishore Kumar - Tomra Jatoi Aghat Karo Lyrics

Lyrics Tomra Jatoi Aghat Karo - Kishore Kumar , Bappi Lahiri




তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সু্যোগ
শোনাতে এই গান
তোমরা যতই
তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সু্যোগ
শোনাতে এই গান
তোমরা যতই
তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সু্যোগ
শোনাতে এই গান
তোমরা যতই আঘাত করো
আমার গুরুর নামে আমি
করছি শপথ ভাই
শুধু যে চাই গান শুনতে
আর কিছু না চাই
আমার গুরুর নামে আমি
করছি শপথ ভাই
শুধু যে চাই গান শুনতে
আর কিছু না চাই
ব্যথার ডালি বক্ষে ধরি
গরল করি পান
তোমরা যতই
তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সু্যোগ
শোনাতে এই গান
তোমরা যতই আঘাত করো
নাম না জানা অনেক ফুলেই
পথের ধারে ফোটে
জীবনটা যায় ঝরে ঝরে
ফুলদানি না জোটে
নাম না জানা অনেক ফুলেই
পথের ধারে ফোটে
জীবনটা যায় ঝরে ঝরে
ফুলদানি না জোটে
দু-পায়েতে মারিয়ে গেলেও
নেই যে অভিমান
তোমরা যতই
তোমরা যতই আঘাত করো
নেই কো অপমান
শুধু আমায় দাও গো সু্যোগ
শোনাতে এই গান
তোমরা যতই আঘাত করো



Writer(s): Dev Burman Rahul, Kundu Bhabesh



Attention! Feel free to leave feedback.