Lyrics Shono Shono Ohe Baba Jivan - Bappi Lahiri
শোনো
শোনো,
ওহে
বাবা
জীবন
কেউ
না
জানুক
আমি
জানি
তুমি
নও
তো
গুণীজন
শোনো
শোনো,
ওহে
বাবা
জীবন
শোনো
শোনো,
ওহে
বাবা
জীবন
কেউ
না
জানুক
আমি
জানি
তুমি
নও
তো
গুণীজন
শোনো
শোনো,
ওহে
বাবা
জীবন
আমার
বাবা,
খুঁজে
খুঁজে
তোমায়
পেয়েছে
মুক্তো
মালা
তোমায়
দেবার
স্বপ্ন
দেখেছে
হু,
আমার
বাবা
খুঁজে
খুঁজে
তোমায়
পেয়েছে
মুক্তো
মালা
তোমায়
দেবার
স্বপ্ন
দেখেছে
দুধ
দিয়েছে,
কলা
দিয়েছে
ছোবল?
ছোবল,
ছোবল,
ছোবল
দেবে
কখন?
শোনো
শোনো,
ওহে
বাবা
জীবন
কেউ
না
জানুক
আমি
জানি
তুমি
নও
তো
গুণীজন
শোনো
শোনো,
ওহে
বাবা
জীবন
আরে
আরে
আরে
কোথায়
যাচ্ছ?
গানটা
গাওয়ার
এলেমটা
নেই
শুধু
যে
ঠোট
নেড়েছো
লোকগুলোকে
বানিয়ে
বোকা
হাততালিটা
পেয়েছো
কি
বাবা,
তাই
না?
পালাও
কেন
দাঁড়াও
বাছা
এবার
তোমার
খুলবো
কাছা
ও
বাবা
এ
যে
প্যান্ট
পরে
আছে
তুমি
যে
এক
হাঁড়িচাচা,
সাঙ্গ
হবে
হাসা
নাচা
মুশকিল
হবে,
এবার
বাঁচা
বুঝলে,
বুঝলে,
বুঝলে
বাছাধন
শোনো
শোনো,
ওহে
বাবা
জীবন
কেউ
না
জানুক
আমি
জানি
তুমি
নও
তো
গুণীজন
শোনো
শোনো,
ওহে
বাবা
জীবন
Attention! Feel free to leave feedback.