Bhoomi - Sudhu Tumi Lyrics

Lyrics Sudhu Tumi - Bhoomi




তো... মার কিছুই তো জানি না
শুধু জানি তোমায় আমি ভালবাসি
জানি না কোথায় তোমার ঠিকানা
শুধু জানি তোমায় আমি ভালবাসি
তো... মার কিছুই তো জানি না
শুধু জানি তোমায় আমি ভালবাসি
জানি না কোথায় তোমার ঠিকানা
শুধু জানি তোমায় আমি ভালবাসি
কি সুরে বেধেছো গান শুনি আমি
অজানা সুরের নেশায় ভাসি আমি
জানি না কত দূরে তোমার ছায়া
নীল আকাশে শান্ত মেঘটা কি তুমি?
তো... মার কিছুই তো জানি না
শুধু জানি তোমায় আমি ভালবাসি
জানি না কোথায় তোমার ঠিকানা
শুধু জানি তোমায় আমি ভালবাসি
শুধু তুমি আছো
শুধু তুমি আছো
মনের জানালা খুলে দেখি
শুধু তোমায় দেখি
যা চেয়েছি আমি পেয়েছি তোমার মায়া
মেঘ দিগন্তে সাঝ বেলা
তারা করে খেলা
যদি চাও তুমি দূরে পথ ভুলে
খুজে পাবে আমার হারানো ছেলেবেলা।
তো... মার কিছুই তো জানি না
শুধু জানি তোমায় আমি ভালবাসি
জানি না কোথায় তোমার ঠিকানা
শুধু জানি তোমায় আমি ভালবাসি।
শুধু জানি তোমায় আমি ভালবাসি।
শুধু জানি তোমায় আমি ভালবাসি।



Writer(s): Soumitro Ray



Attention! Feel free to leave feedback.