Debabrata Biswas - Jay Niye Jay Amay Lyrics

Lyrics Jay Niye Jay Amay - Debabrata Biswas




যায় নিয়ে যায় আমায় নিয়ে যায়
আপনগানের ওঠানে আমায়
যায় নিয়ে যায় আমায় নিয়ে যায়
ঘর ছাড়া কোন পথে পানে আমায়
যায় নিয়ে যায় আমায় নিয়ে যায়
নিত্যকালের গোপন কথা
বিশ্বপ্রাণের ব্যাকুলতা
নিত্যকালের গোপন কথা
বিশ্বপ্রাণের ব্যাকুলতা
আমার বাঁশি
ডেকে দেয় আমার কানে
আমার কানে আমায়
যায় নিয়ে যায়
যায় নিয়ে যায় আমায় নিয়ে যায়
আপনগানের ওঠানে আমায়
যায় নিয়ে যায়
মনে যে হয় আমার হৃদয়
কুসুম হয়ে পোটে
আমার হিয়া উচ্ছলিয়া
সাগরে ঢেউ উঠে
মনে যে হয় আমার হৃদয়
কুসুম হয়ে পোটে
আমার হিয়া উচ্ছলিয়া
সাগরে ঢেউ উঠে
পরান আমার বাঁধন হারায়
নিশিথু রাতের তারায় তারায়
পরান আমার বাঁধন হারায়
নিশিথু রাতের তারায় তারায়
আকাশ আমায়
বয়ে কি যে কয়
কেই বা জানে
কেই বা জানে আমায়
যায় নিয়ে যায় আমায় নিয়ে যায়
আপনগানের ওঠানে আমায়
যায় নিয়ে যায় আমায় নিয়ে যায়



Writer(s): Rabindranath Tagore


Attention! Feel free to leave feedback.