Lyrics Bolona - Elita
বলো
না
তুমি
আমারই
বলেনা
না
তোমায়
পাবো
কি
একবার
বলো
আমায়
ভালোবাসি
শুধু
তোমায়
দেখোনা
আজ
আকাশে
মেঘে
মেঘ
ছুঁয়েছে
চলো
না
আজ
তারই
মতো
দুজনে
খুব
কাছে
বুঝিনা
কিভাবে
বোঝাবো
তোমাকে
কতটা
গভীরে
রেখেছি
সাজিয়ে
দেখোনা
আজ
ওই
আকাশে
কালো
মেঘ
জমেছে
তুমি
নেই
আমি
একা
নীরবতা
নেমেছে
Attention! Feel free to leave feedback.