Elita - Godhuli Lyrics

Lyrics Godhuli - Elita




গোধুলি বেলায় বললে আমাকে ভালোবাসো আমায় হাত ধরে
কাঁদি নি আমি তোমার সেই কথায়
শুধু চেয়ে থেকেছি অবাক হয়ে
তুমি কি চেয়ে দেখো না
চোখের স্বপ্নীল বাসনা
মেঘে মেঘে আসে ঝড়
ভেঙ্গে দেয় গড়া বাসর
জলে জলে হয় সব হৃদয়
তুমি হীনা পৃথিবী
মরুময় কোনো ছবি
তুমি হীনা কিছু না আমি
তুমি নেই বলে
এখনও আমি
ধরে রেখেছি তোমার স্মৃতিখানি
যদি কখনও দেখা হয়ে যায়
দেখবে কি আমাকে তুমি অবাক হয়ে
কখনও আমাকে ভুলো না
দেখে হঠাৎ অবাক হইও না
মেঘে মেঘে আসে ঝড় ভেঙ্গে দেয় গড়া বাসর
জলে জলে হয়ে যায় সব হৃদয়
তুমি হীনা পৃথিবী মরুময় কোনো ছবি
তুমি হীনা কিছু না আমি
মেঘে মেঘে আসে ঝড় ভেঙ্গে দেয় গড়া বাসর
জলে জলে হয়ে যায় সব হৃদয়
তুমি হীনা পৃথিবী মরুময় কোনো ছবি
তুমি হীনা কিছু না আমি
মেঘে মেঘে আসে ঝড় ভেঙ্গে দেয় গড়া বাসর
জলে জলে হয়ে যায় সব হৃদয়





Attention! Feel free to leave feedback.