Fazlur Rahman Babu - Indubala Lyrics

Lyrics Indubala - Fazlur Rahman Babu



ইন্দুবালা গোওওওওও
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার উঠোনে পড়ো ঝড়িয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া
ইন্দুবালা গো, ইন্দুবালা গো
মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে
মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে
একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া
ইন্দুবালা গো, ইন্দুবালা গো
স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে
স্বৃতির ডালে সুখের পক্ষি ঘুমুর পইড়া নাচে
অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া
ইন্দুবালা গোওওওও
তুমি কোন আকাশে থাকো
জোৎস্না কারে মাখো
কার আকাশে পড়ো ঝড়িয়া
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম
তোমারি প্রেমে পড়িয়া
ইন্দুবালা গো, ইন্দুবালা গো।



Writer(s): delowar arjuda shorf, plabon


Fazlur Rahman Babu - Indubala
Album Indubala
date of release
25-06-2014




Attention! Feel free to leave feedback.