Hemanta Mukherjee - Amar Hiyer Majhe Lyrics

Lyrics Amar Hiyer Majhe - Hemanta Mukherjee



আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
বাহির-পানে চোখ মেলেছি, বাহির-পানে
আমি হৃদয়-পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত, সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে
আমি তোমার কাছে যাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়
তুমি মোর আনন্দ হয়ে
ছিলে আমার খেলায়
আনন্দে তাই ভুলেছিলেম
আনন্দে তাই ভুলেছিলেম
কেটেছে দিন হেলায়
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ, সুখের গানে
গোপন রহি গভীর প্রাণে
আমার দুঃখ, সুখের গানে
সুর দিয়েছ তুমি
আমি তোমার গান তো গাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি
বাহির-পানে চোখ মেলেছি, বাহির-পানে
আমি হৃদয়-পানে চাই নি
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি
তোমায় দেখতে আমি পাই নি




Hemanta Mukherjee - Shatabdir Rabi, Vol. 2
Album Shatabdir Rabi, Vol. 2
date of release
11-11-2011




Attention! Feel free to leave feedback.