Lyrics Amar Hiyer Majhe - Hemanta Mukherjee
আমার
হিয়ার
মাঝে
লুকিয়ে
ছিলে
দেখতে
আমি
পাই
নি
তোমায়
দেখতে
আমি
পাই
নি
আমার
হিয়ার
মাঝে
লুকিয়ে
ছিলে
দেখতে
আমি
পাই
নি
তোমায়
দেখতে
আমি
পাই
নি
বাহির-পানে
চোখ
মেলেছি,
বাহির-পানে
আমি
হৃদয়-পানে
চাই
নি
আমার
হিয়ার
মাঝে
লুকিয়ে
ছিলে
দেখতে
আমি
পাই
নি
তোমায়
দেখতে
আমি
পাই
নি
আমার
সকল
ভালোবাসায়
সকল
আঘাত
সকল
আশায়
আমার
সকল
ভালোবাসায়
সকল
আঘাত,
সকল
আশায়
তুমি
ছিলে
আমার
কাছে,
তুমি
ছিলে
আমি
তোমার
কাছে
যাই
নি
আমার
হিয়ার
মাঝে
লুকিয়ে
ছিলে
দেখতে
আমি
পাই
নি
তোমায়
দেখতে
আমি
পাই
নি
তুমি
মোর
আনন্দ
হয়ে
ছিলে
আমার
খেলায়
তুমি
মোর
আনন্দ
হয়ে
ছিলে
আমার
খেলায়
আনন্দে
তাই
ভুলেছিলেম
আনন্দে
তাই
ভুলেছিলেম
কেটেছে
দিন
হেলায়
গোপন
রহি
গভীর
প্রাণে
আমার
দুঃখ,
সুখের
গানে
গোপন
রহি
গভীর
প্রাণে
আমার
দুঃখ,
সুখের
গানে
সুর
দিয়েছ
তুমি
আমি
তোমার
গান
তো
গাই
নি
আমার
হিয়ার
মাঝে
লুকিয়ে
ছিলে
দেখতে
আমি
পাই
নি
তোমায়
দেখতে
আমি
পাই
নি
বাহির-পানে
চোখ
মেলেছি,
বাহির-পানে
আমি
হৃদয়-পানে
চাই
নি
আমার
হিয়ার
মাঝে
লুকিয়ে
ছিলে
দেখতে
আমি
পাই
নি
তোমায়
দেখতে
আমি
পাই
নি
Attention! Feel free to leave feedback.