Lyrics Emono Dine Tare Bola - Hemanta Mukherjee
তারে
বলে
দিও
সে
যেন
আসে
না
আমার
দ্বারে।
ওই
গুনগুন
সুরে
মন
হাসে
না।
গা
মা
পা
মা
গা
রে
সা
রে
মা
গা
রে
গা
রে
সা
রে
সা
নি
সা।
ওই
ফুল
মালা
দিলে
শুধু
জ্বালা
ধুলায়
সে
যাক
ঝরে
যাক
না।
এই
ভাঙ্গা
বাঁশী
ভোলে
যদি
হাসি
ব্যথায়
সে
থাক
ভরে
থাক
না।
জানি
ফাগুন
আমায়
ভালোবাসে
না।
তারে
বলে
দিও
সে
যেন
আসে
না
(আমার
দ্বারে)।
তারে
বলে
দিও
মন
কেন
হাসে
না।।
গা
মা
পা
মা
গা
রে
সা
রে
মা
গা
রে
গা
রে
সা
রে
সা
নি
সা।
নেই
আলো
চাঁদে
যেন
রাত
কাঁদে
এ
আঁধার
শেষ
তবু
হয়না
যায়
প্রেম
সরে
ফাঁকি
দেয়
মোরে
এই
ব্যথা
প্রাণে
সয়না
হায়
স্বপ্নে
আঁখি
আর
ভাসে
না।।
Attention! Feel free to leave feedback.