Hemanta Mukhopadhyay - Badolo Diner Lyrics

Lyrics Badolo Diner - Hemanta Mukhopadhyay




আমার গোধূলিলগন এল বুঝি কাছে
গোধূলিলগন রে
আমার গোধূলিলগন
বিবাহের রঙে রাঙা হয়ে আসে
সোনার গগন রে
আমার গোধূলিলগন এল বুঝি কাছে
গোধূলিলগন রে
আমার গোধূলিলগন
শেষ ক'রে দিল পাখি গান গাওয়া
নদীর উপরে পড়ে এল হাওয়া
শেষ ক'রে দিল পাখি গান গাওয়া
নদীর উপরে পড়ে এল হাওয়া
পারের তীর, ভাঙা মন্দির
আঁধারে মগন রে
আসিছে মধুর ঝিল্লিনূপুরে
গোধূলিলগন রে
আমার গোধূলিলগন
আমার দিন কেটে গেছে কখনো খেলায়
কখনো কত কী কাজে
এখন কী শুনি পুরবীর সুরে
কোন্ দূরে বাঁশি বাজে
বুঝি দেরি নাই, আসে বুঝি আসে
আলোকের আভা লেগেছে আকাশে-
বেলাশেষে মোরে কে সাজাবে, ওরে
নবমিলনের সাজে!
সারা হল কাজ, মিছে কেন আজ
ডাক মোরে আর কাজে
আমার গোধূলিলগন এল বুঝি কাছে
গোধূলিলগন রে
আমার গোধূলিলগন



Writer(s): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.