Lyrics GhorGari - High Way
চাঁদনী
রাইতে
নদীর
ওপারে
আকাশ
থেইকা
নামলো
পরী
আমার
চোখে
চলে
ঘোরগাড়ি
আমি
হাবলায়
নদীর
এপারে
ঘুমের
ঘোরে
দেখি
তারে
ছবির
মত
ডাকে
আমারে
দেখাও
কত
রঙিন
ছবি
ছবির
আশায়
হারাইলাম
সবই
দয়াল,
বানাও
কত
মায়ারও
ছবি
ছবির
নেশায়
ছাড়লাম
সবই
আসার
কালে
ছিলাম
ঘুমে
কিবা
আলো
আঁধার
ঘুম
ভাঙাইলা
অসময়ে
দয়াল
কইরা
ছবির
শিকার
বুঝলাম
দয়াল
তোমার
রীতি
ছবিরও
খেলায়
বুইঝাও
আবার
যাই
হারাইয়া
রঙিন
ছবির
মেলায়
ঘুম
ভাঙিয়া
আবার
ঘুমাই
দেখা
যায়
ছবি
নেশা
কি
লাগাইলা
ছবিতে
দয়াল
কি
মায়ার
ছবি
দেখাও
কত
রঙিন
ছবি
ছবির
আশায়
হারাইলাম
সবই
দয়াল,
বানাও
কত
মায়ারও
ছবি
ছবির
নেশায়
ছাড়লাম
সবই
আমি
হাবলায়
নদীর
এপারে
ঘুমের
ঘোরে
দেখি
তারে
ছবির
মত
ডাকে
আমারে

Attention! Feel free to leave feedback.