James - Cholre Mon Lyrics

Lyrics Cholre Mon - James




চল চলরে মন
তোর নিজের ঘরে
আমার প্রিয়ার লাগি ...
মন কেমন করে
চল চলরে মন
তোর নিজের ঘরে
আমার প্রিয়ার লাগি ...
মন কেমন করে
ভাঙ্গল ঘুমের ঘর
এতদিনে...
কে আপন কে যে পর
নিয়েছি চিনে...
বৃষ্টি মুখর চোখে
প্রিয়জনা
পথ চেয়ে আছে হয়ত
আমার তরে...
চল চলরে মন
তোর নিজের ঘরে
আমার প্রিয়ার লাগি ...
মন কেমন করে
ঘর ফেলে সুখকে খুঁজি
খুঁজি আমি শুধু বাইরে
দেখেছি সে ছাড়া আর কেউ
প্রিয় আর কেউ নাই রে
বৃষ্টি মুখর চোখে
প্রিয়জনা
পথ চেয়ে আছে হয়ত
আমার তরে...
চল চলরে মন
তোর নিজের ঘরে
আমার প্রিয়ার লাগি ...
মন কেমন করে
মুখেতে সবাই আপন
আসলে অাপন কেহই নয়
একিজনা ছাড়া কেউ আর
কেউতো কাছেরই নয়
বৃষ্টি মুখর চোখে
প্রিয়জনা
পথ চেয়ে আছে হয়ত
আমার তরে...
চল চলরে মন
তোর নিজের ঘরে
আমার প্রিয়ার লাগি ...
মন কেমন করে
ভাঙ্গল ঘুমের ঘর
এতদিনে...
কে আপন কে যে পর
নিয়েছি চিনে...
বৃষ্টি মুখর চোখে
প্রিয়জনা
পথ চেয়ে আছে হয়ত
আমার তরে...
চল চলরে মন
তোর নিজের ঘরে
আমার প্রিয়ার লাগি ...
মন কেমন করে





Attention! Feel free to leave feedback.