Lyrics Menoka - Jeet Gannguli
এলো
মেলো
করে
দে
মা
লুটে
পুটে
খাই
ডলার
হাতে
কলার
তুলে
সুন্দরী
পটাই
এলো
মেলো
করে
দে
মা
লুটে
পুটে
খাই
ডলার
হাতে
কলার
তুলে
সুন্দরী
পটাই
সুন্দরীদের
মুখ
স্বাদ
হলো
টুক
টুক
ফড়িং
ছেরে
ঘরের
মাথা
ঘাসেয়
ঘোরে
মনটা
মেনোকা
মাথায়
দিলো
ঘোমটা
হায়
মেনোকা
মাথায়
দিলো
ঘোমটা
হায়
রে
মেনোকা
মাথায়
দিলো
ঘোমটা
আয়
আয়
ছুটে
আয়
মন
এটাই
বৃন্দাবন
রাখাল
সেজে
বাঁশি
বাজায়
চল
চায়
চায়
বুকে
প্রেম
হোক
পান
করে
এক
ঢোক
এমন
নেশা
কথায়
পাবি
বল
বাই
বাই
Pizza
Burgerও
তুই
যা
গরম
গরম
সিঙ্গারাতে
স্বাদ
জেগেছে
নোনটা
মেনোকা,
মেনোকা,
মেনোকা,
মেনোকা
মেনোকা
মাথায়
দিলো
ঘোমটা
হায়
রে
মেনোকা
মাথায়
দিলো
ঘোমটা
হায়
মেনোকা
মাথায়
দিলো
ঘোমটা
ও
সুন্দরী
Sweet
Heart
দু-সাহসী
সকার্ট
হাই-হীল
তোর
টোকাশ
টোকাশ
টোক
ও
তাঁতের
শাড়ির
টিপ
বুক
করে
ধীপ
ধীপ
হার্ট
বীর্ট
রোজ
নতুন
নতুন
সখ
ছীপ
ফেলেছি
আজ
রঙ্গীন
এ
মেজাজ
ঠকনা
তে
চোখ
ভবছি
ধরি
কোনটা
ছেরে
কোনটা
মেনোকা,
মেনোকা,
মেনোকা,
মেনোকা
মেনোকা
মাথায়
দিলো
ঘোমটা
হায়
রে
মেনোকা
মাথায়
দিলো
ঘোমটা
হায়
মেনোকা
মাথায়
দিলো
ঘোমটা
মেনোকা

Attention! Feel free to leave feedback.