Lyrics Emono Dine Tare Bala Jay - Kamalini Mukherji
এমন
দিনে
তারে
বলা
যায়
এমন
ঘনঘোর
বরিষায়
এমন
দিনে
মন
খোলা
যায়
এমন
মেঘস্বরে
বাদল
ঝরোঝরে
তপনহীন
ঘন
তমসায়
এমন
দিনে
তারে
বলা
যায়
সে
কথা
শুনিবে
না
কেহ
আর
নিভৃত
নির্জন
চারি
ধার
দুজনে
মুখোমুখি,
গভীর
দুখে
দুখি
আকাশে
জল
ঝরে
অনিবার
জগতে
কেহ
যেন
নাহি
আর
সমাজ
সংসার
মিছে
সব
মিছে
এ
জীবনের
কলরব
কেবলি
আঁখি
দিয়ে
আঁখির
সুধা
পিয়ে
হৃদয়
দিয়ে
হৃদি
অনুভব
আঁধারে
মিশে
গেছে
আর
সব
তাহাতে
এ
জগতে
ক্ষতি
কার
নামাতে
পারি
যদি
মনোভার
শ্রাবণবরিষনে
একদা
গৃহকোণে
দু'কথা
বলি
যদি
কাছে
তার
তাহাতে
আসে
যাবে
কিবা
কার
ব্যাকুল
বেগে
আজি
বহে
বায়
বিজুলি
থেকে
থেকে
চমকায়
যে
কথা
এ
জীবনে
রহিয়া
গেল
মনে
সে
কথা
আজি
যেন
বলা
যায়
এমন
ঘনঘোর
বরিষায়
এমন
দিনে
তারে
বলা
যায়
Attention! Feel free to leave feedback.