Kanak Chapa - Gopijon Monchor Lyrics

Lyrics Gopijon Monchor - Kanak Chapa




গোপীজন মনোচরো গিরিধারী নাগরো,
রাখো মিনতি তবো পায়,
হায়...
রাখো মিনতি রাঙা পায়...
প্রেমো পরশো লাগি, যুগো যুগো অনুরাগী
অন্তরো কাঁদে বেদনায়...
রাখো মিনতি রাঙা পায়...
তুলসী কুসুমো দলে, রক্ত চরণো তলে
পুলোকিতো তনুমনো প্রাণ (২)
হে হরি মাধবো দাও হে করুণা তবো পূজা বিরহো অভিমান
যমুনা ফুলিলে শ্যাম, পুরোলিতে অবিরাম রাধানামে সুরো মর্ছায়...
রাখো মিনতি তবো পায়...
হায়,,, রাখো মিনতি রাঙা পায়...
নীলো জলজো সমো, কুন্তলো অনুপমো
সুখেতাই শ্যামোশিখি গাঁথা
চিরো বিজলি শিখা, ললাটে জাতিরো টিকা পরোশনো চন্দনো মাখা...
দাও প্রভু দর্শনো, কাপিতোয় চিতোমনো বিনদি চরনে শ্যামোরাই।।
রাখো মিনতি তবো পায়...
গোপীজন মনোচরো গিরিধারী নাগরো,
রাখো মিনতি তবো পায়,
হায়...
রাখো মিনতি রাঙা পায়...(২)




Attention! Feel free to leave feedback.