Kishore Kumar - Aamar Naam Antony (From "Mother") Lyrics

Lyrics Aamar Naam Antony (From "Mother") - Kishore Kumar



আমার নাম অ্যান্টনি
কাজের কিছুই শিখিনি
লারনিং কিম্বা পেন্টিং অর সিঙ্গিং
আমি আজকের দুনিয়াতে
গুড ফর নাথিং
আমি ভবঘুরে সমাজের এম.এল.এ.
(হুঁ হুঁ বাবা এম.এল.এ.)
উধাও হয়ে যাই কিছু না বলে
আমি বাঁধা ছকেতে কখনো
চলিনি কোনোদিন
আমার নাম অ্যান্টনি
কাজের কিছুই শিখিনি
শিখিনি তো লারনিং অর আরনিং
আমি আজকের দুনিয়াতে
গুড ফর নাথিং
যত হাসিখুশি ছেলেখেলা পেয়েছি
আমার দু-পকেটে ভরে নিয়েছি
(হুঁ হুঁ পকেটে ভরে নিয়েছি)
ডলার টাকা পাউন্ড আমি চাই না
চাই না তো বিস্টারলিং
আমার নাম অ্যান্টনি
(হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ)
আমার নাম অ্যান্টনি
কাজের কিছুই শিখিনি
লারনিং কিম্বা পেন্টিং অর সিঙ্গিং
আমি আজকের দুনিয়াতে
গুড ফর নাথিং



Writer(s): BIRESWAR SARKAR


Kishore Kumar - Immortal Kishore Kumar - Tomay Porechhe Mone
Album Immortal Kishore Kumar - Tomay Porechhe Mone
date of release
19-07-2016




Attention! Feel free to leave feedback.