Kishore Kumar - Akash Keno Daake Lyrics

Lyrics Akash Keno Daake - Kishore Kumar




আকাশ কেন ডাকে?
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ
যায় ভেসে যায়
আকাশ কেন ডাকে?
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ
যায় ভেসে যায়
দূর থেকে দূর
আরো বহুদূরে
পথ থেকে পথ
চলি ঘুরে ঘুরে
ভাঙা মন নিয়ে আমি
একা একা চলেছি কোথায়
আকাশ কেন ডাকে?
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ
যায় ভেসে যায়
নীল ভাঙা নীল সুদূর কিনারে
রোদের কারুকাজ মেঘের মিনারে
আমি যে কার কে আমার
সে কথা কি বলবে আমায়?
আকাশ কেন ডাকে?
মন ছুটি চায়
ময়ূরপঙ্খী মেঘ
যায় ভেসে যায়



Writer(s): R.d.burman


Attention! Feel free to leave feedback.
//}