Kishore Kumar - Ektuku Chhonwa Lage Lyrics

Lyrics Ektuku Chhonwa Lage - Kishore Kumar



একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনি ।।
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি।
কিছু পলাশের নেশা
কিছু বা চাঁপায় মেশা।।
কিছু পলাশের নেশা
কিছু বা চাঁপায় মেশা।।
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি।।
তাই দিয়ে সুরে সুরে
রঙে রসে জাল বুনি।।
রচি মম ফাল্গুনি।
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি।
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে ।।
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে ।।
যেটুকু যায়রে দূরে
ভাবনা কাঁপায় সুরে।।
যেটুকু যায়রে দূরে
ভাবনা কাঁপায় সুরে।।
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুনি ।।
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুনি ।।
রচি মম ফাল্গুনি।
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনি ।।
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি




Kishore Kumar - Chayachabite Rabindrasangeet : Vol. 2
Album Chayachabite Rabindrasangeet : Vol. 2
date of release
31-12-2003




Attention! Feel free to leave feedback.