Lyrics Dushman to Raja Jodi Hota Maami - Kumar Sanu
দুুষমন্ত
রাজা
যদি
হতাম
আমি
শকুন্তলা
কে
চিনে
নিতাম
আমি
আংটি
থাকুক
না
থাকুক
তার
আঙ্গুলে
যেতাম
না
কখনও
যে
তাকে
ভুলে
।
আমার
এ
প্রেম
হলো
পরশমণি
সবই
যে
সোনা
হয়
ছুঁই
যখনই
দূর
থেকে
যতো
দূরে
যাই
না
চলে
সোনার
শকুন্তলার
বুকে
পেতাম
আমি
সাথেই
থাকতো
প্রিয়া
মনটা
জুরে
ছন্দে
তালেতে
আর
গানের
সুরে
নয়নে
দেখা
বা
নাইবা
হতো
প্রেমের
অহংকারে
তাকে
ছুঁতাম
আমি
দুুষমন্ত
রাজা
যদি
হতাম
আমি
শকুন্তলা
কে
চিনে
নিতাম
আমি
আংটি
থাকুক
না
থাকুক
তার
আঙ্গুলে
যেতাম
না
কখনও
যে
তাকে
ভুলে
।
Attention! Feel free to leave feedback.