Lata Mangeshkar feat. Kishore Kumar - Aamar Swapna Je (From "Anusandhan") Lyrics

Lyrics Aamar Swapna Je (From "Anusandhan") - Lata Mangeshkar , Kishore Kumar



আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
আহা, আহা
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
কাছে এলো এতদিন দূরে ছিল যে
রঙে রঙে জীবন ভরে দিল সে
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
পাখি আর ভ্রমরের ভাষাতে
ভরে গেছি শুধু আলো আশাতে
আজ মন জাগে যেন ভালবাসাতে
পাখি আর ভ্রমরের ভাষাতে
ভরে গেছি শুধু আলো আশাতে
কাছে ডাকো কথা রাখো নয় ভোল লাজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
আকাশের রঙ নীলাভ
এত খুশি কাকে আর বিলাবো
আজ তুমি আমি একই সুরে মিলাবো
আকাশের রং নীলাভ
এত খুশি কাকে আর বিলাবো
মন ভুলে সুর দোলায় তুমি দোলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
স্বপ্নেরই মায়াজাল বুনে যে
দিন ক্ষণ গেছে কাল গুণে যে
আজ এলে তুমি এই ফাল্গুনে যে
স্বপ্নেরই মায়াজাল বুনে যে
দিন ক্ষণ গেছে কাল গুণে যে
কাছে এসে ভালবেসে মুখ তোলো আজ
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ
কাছে এলো এতদিন দূরে ছিল যে
রঙে রঙে জীবন ভরে দিল সে
আমার স্বপ্ন যে সত্যি হলো আজ



Writer(s): R. D. BURMAN, GOURI PRASANNA MAJUMDER


Lata Mangeshkar feat. Kishore Kumar - Bengali Film Hits
Album Bengali Film Hits
date of release
30-09-2020




Attention! Feel free to leave feedback.