Nitin Mukesh feat. Anupama Deshpande - Jiboner Ichchhe Tumi Lyrics

Lyrics Jiboner Ichchhe Tumi - Nitin Mukesh feat. Anupama Deshpande




জীবনের ইচ্ছা তুমি
হৃদয়ের আশা তুমি
জীবনের ইচ্ছা তুমি
হৃদয়ের আশা তুমি
আমার মনেতে তুমি যে মোর ভরসা গো
আমার মনেতে তুমি যে মোর ভরসা গো
জীবনের ইচ্ছা তুমি
হৃদয়ের আশা তুমি
জীবনের ইচ্ছা তুমি
হৃদয়ের আশা তুমি
আমার মনেতে তুমি যে ভরসা গো
আমার মনেতে তুমি যে ভরসা গো
পৃথিবীর সবকিছু ভূলে তোমাকে অপেক্ষা করেছি
পৃথিবীর সবকিছু ভূলে তোমাকে অপেক্ষা করেছি
প্রিয়তো এত সুখে স্বপ্নিল ঘরেছি
বলে শুধু মন আমার তুমি ভালোবাসা গো
রাখব তোমায় সুখী করে সারাজীবন মনে ধরে
রাখব তোমায় সুখী করে সারাজীবন মনে ধরে
ভুলব না গো তোমায় আমি, থাকব না তো দূরে সরে
আমার সুর তুমি, আমার গান তুমি, বুকের ভাষা গো
আমার মনেতে তুমি যে মোর ভরসা গো
আমার মনেতে তুমি যে মোর ভরসা গো
কেউ কাউকে ছাড়ব না
ভুল কোনদিন বুঝব না
কেউ কাউকে ছাড়ব না
ভুল কোনদিন বুঝব না
মরব দু'জন একি সাথে
একা কখনোই মরব না
প্রেম হবে চিরদিনের
সুখের ভরসা গো
আমার মনেতে তুমি যে ভরসা গো
আমার মনেতে তুমি যে ভরসা গো
জীবনের ইচ্ছা তুমি
হৃদয়ের আশা তুমি
জীবনের ইচ্ছা তুমি
হৃদয়ের আশা তুমি
আমার মনেতে তুমি যে মোর ভরসা গো
আমার মনেতে তুমি যে ভরসা গো



Writer(s): Nadeem Saifi, Pulak Bandhopadhyay, Shravan Rathod



Attention! Feel free to leave feedback.