Lyrics Bondhu - Obscure
বন্ধু
তুই
দুঃখ
না
সুখ
রাগ
না
অনুরাগ
বন্ধু
আজও
দুঃখ
কি
তোর
স্বপ্নে
বসায়
ভাগ
আয়
ফিরে
আয়
স্মৃতির
ভাঁজে
আর
কত
নির্বাক
মন
মেলাবো
মনের
মাঝে
একটু
আমায়
ডাক
তোর
কারনে
এই
বিজনে
আজও
বসে
আছি
আয়
ফিরে
আয়
স্বপ্নছায়ায়
হৃদয়ের
কাছাকাছি
বৃষ্টি
এলে
এখনো
কি
ভিজতে
ভালবাসিস
শেষ
বিকেলে
পথ
চেয়ে
কি
আশায়
আশায়
থাকিস
বুকের
ভেতর
আজও
অবুঝ
ভালবাসার
দাগ
মন
মেলাবো
মনের
মাঝে
একটু
আমায়
ডাক
তারায়
তারায়
রাত্রি
নামে
জোছনা
গায়ে
মেখে
রাতের
শেষে
নতুন
ভোরের
গল্প
কে
লেখে
অনেক
কিছুই
বলার
আছে
আজ
এটুকুই
থাক
মন
মেলাবো
মনের
মাঝে
একটু
আমায়
ডাক

1 Shadhinotar Bijmontro
2 Abol Tabol
3 Filistine
4 Azad
5 Ish
6 Motijheel
7 Pushpodhuli
8 Bondhu
9 Jodi Kokhono
10 Amar Bhaiyer Rokte
Attention! Feel free to leave feedback.