Obscure - Bondhu Lyrics

Lyrics Bondhu - Obscure




বন্ধু তুই দুঃখ না সুখ রাগ না অনুরাগ
বন্ধু আজও দুঃখ কি তোর স্বপ্নে বসায় ভাগ
আয় ফিরে আয় স্মৃতির ভাঁজে আর কত নির্বাক
মন মেলাবো মনের মাঝে একটু আমায় ডাক
তোর কারনে এই বিজনে আজও বসে আছি
আয় ফিরে আয় স্বপ্নছায়ায় হৃদয়ের কাছাকাছি
বৃষ্টি এলে এখনো কি ভিজতে ভালবাসিস
শেষ বিকেলে পথ চেয়ে কি আশায় আশায় থাকিস
বুকের ভেতর আজও অবুঝ ভালবাসার দাগ
মন মেলাবো মনের মাঝে একটু আমায় ডাক
তারায় তারায় রাত্রি নামে জোছনা গায়ে মেখে
রাতের শেষে নতুন ভোরের গল্প কে লেখে
অনেক কিছুই বলার আছে আজ এটুকুই থাক
মন মেলাবো মনের মাঝে একটু আমায় ডাক





Attention! Feel free to leave feedback.