Lyrics Sotti Bolchi Tomai - Omi
                                                সত্যি 
                                                বলছি 
                                                তোমাকে 
                                                আর 
                                                ভালোবাসি 
                                                না,
 
                                    
                                
                                                তোমার 
                                                জন্য 
                                                মিছেমিছি 
                                                রাতও 
                                                জাগি 
                                                না।
 
                                    
                                
                                                সত্যি 
                                                বলছি 
                                                তোমায় 
                                                নিয়ে 
                                                আর 
                                                স্বপ্ন 
                                                দেখি 
                                                না,
 
                                    
                                
                                                তোমার 
                                                জন্য 
                                                মিছেমিছি 
                                                কাব্য 
                                                লিখি 
                                                না।
 
                                    
                                
                                                এখন 
                                                তোমার 
                                                জন্য 
                                                আমার 
                                                কোন 
                                                সময় 
                                                নেই,
 
                                    
                                
                                                এখন 
                                                আমি 
                                                ভালোবাসি 
                                                শুধু 
                                                আমাকেই।
 
                                    
                                
                                                এখন 
                                                আমি 
                                                ভালোবাসি 
                                                শুধু 
                                                আমাকেই।
 
                                    
                                
                                                সত্যি 
                                                বলছি 
                                                তোমাকে 
                                                আর 
                                                ভালোবাসি 
                                                না,
 
                                    
                                
                                                তোমার 
                                                জন্য 
                                                মিছেমিছি 
                                                রাতও 
                                                জাগি 
                                                না।
 
                                    
                                
                                                এখন 
                                                আমার 
                                                সঙ্গী 
                                                আকাশ, 
                                                রাতের 
                                                ধ্রুবতারা,
 
                                    
                                
                                                বৃষ্টি 
                                                সঙ্গী 
                                                করে 
                                                ভালো 
                                                আছি 
                                                তোমায় 
                                                ছাড়া।
 
                                    
                                
                                                সময় 
                                                পেলে 
                                                উদাস 
                                                মনে 
                                                দেখি 
                                                জোছনা,
 
                                    
                                
                                                তোমার 
                                                জন্য 
                                                মিছেমিছি 
                                                কাব্য 
                                                লিখি 
                                                না।
 
                                    
                                
                                                সত্যি 
                                                বলছি 
                                                তোমাকে 
                                                আর 
                                                ভালোবাসি 
                                                না,
 
                                    
                                
                                                তোমার 
                                                জন্য 
                                                মিছেমিছি 
                                                রাতও 
                                                জাগি 
                                                না।
 
                                    
                                
                                                এখন 
                                                আমার 
                                                সঙ্গী 
                                                গিটার
 
                                    
                                
                                                সুরের 
                                                ডানা 
                                                মেলা,
 
                                    
                                
                                                ইচ্ছে 
                                                সঙ্গী 
                                                করে 
                                                ভালো 
                                                আছি 
                                                তোমায় 
                                                ছাড়া।
 
                                    
                                
                                                সময় 
                                                পেলে 
                                                উদাস 
                                                মনে 
                                                দেখি 
                                                জোছনা,
 
                                    
                                
                                                তোমায় 
                                                নিয়ে 
                                                মিছেমিছি 
                                                স্বপ্ন 
                                                দেখি 
                                                না,
 
                                    
                                
                                                সত্যি 
                                                বলছি 
                                                তোমাকে 
                                                আর 
                                                ভালোবাসি 
                                                না,
 
                                    
                                
                                                তোমার 
                                                জন্য 
                                                মিছেমিছি 
                                                রাতও 
                                                জাগি 
                                                না।
 
                                    
                                
                                                সত্যি 
                                                বলছি 
                                                তোমায় 
                                                নিয়ে 
                                                আর 
                                                স্বপ্ন 
                                                দেখি 
                                                না, 
                                                তোমার 
                                                জন্য 
                                                মিছেমিছি 
                                                কাব্য 
                                                লিখি 
                                                না।
 
                                    
                                
                                                এখন 
                                                তোমার 
                                                জন্য 
                                                আমার 
                                                কোন 
                                                সময় 
                                                নেই,
 
                                    
                                
                                                এখন 
                                                আমি 
                                                ভালোবাসি 
                                                শুধু 
                                                আমাকেই।
 
                                    
                                
                                                এখন 
                                                আমি 
                                                ভালোবাসি 
                                                শুধু 
                                                আমাকেই।
 
                                    
                                
                            Attention! Feel free to leave feedback.