Promit Sen - Ogo Jaler Rani Lyrics

Lyrics Ogo Jaler Rani - Promit Sen




ওগো জলের রানী
ঢেউ দিয়ো না, দিয়ো না
ঢেউ দিয়ো না গো
আমি যে ভয় মানি
ভয় মানি
ওগো জলের রানী
কখন তুমি শান্তগভীর
কখন টলোমলো
কখন আঁখি অধীর হাস্যমদির
কখন ছলোছলো
কিছুই নাহি জানি
জলের রানী
যাও কোথা, যাও কোথা
যাও যে চঞ্চলি
লও গো ব্যাকুল বকুলবনের
মুকুল-অঞ্জলি
যাও কোথা, যাও কোথা
যাও যে চঞ্চলি
লও গো ব্যাকুল বকুলবনের
মুকুল-অঞ্জলি
দখিন-হাওয়ায় বনে বনে
জাগল মরোমরো
বুকের 'পরে পুলক-ভরে
কাঁপুক থরোথরো
সুনীল আঁচলখানি
ওগো জলের রানী
হাওয়ার দুলালী
নাচের তালে তালে
শ্যামল কুলের মন ভুলালি
হাওয়ার দুলালী
নাচের তালে তালে
শ্যামল কুলের মন ভুলালি
ওগো অরুণ আলোর মানিক-মালা দোলাব ওই স্রোতে
দেব হাতে গোপন রাতে আঁধার গগন হতে
তারার ছায়া আনি
ওগো জলের রানী
ঢেউ দিয়ো না, দিয়ো না
ঢেউ দিয়ো না গো
আমি যে ভয় মানি
ভয় মানি
ওগো জলের রানী





Attention! Feel free to leave feedback.
//}