Rahul Mukherjee feat. Pooja Shankar & Ranadip Bhaskar - Ekla Chalo Re (From "It Happened in Calcutta") Lyrics

Lyrics Ekla Chalo Re (From "It Happened in Calcutta") - Rahul Mukherjee feat. Pooja Shankar & Ranadip Bhaskar



मेघा रे, राही
मेघा रे, राही
बहते जाए रे, जाए रे (जाए रे)
आग बरसे, झुलसे, फूल से तने रे
तब फिर तू क्यूँ थमे?
যদি কেউ কথা না কয়, ওরে ওরে অভাগা
কেউ কথা না কয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়
যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়
তবে পরান খুলে
তবে পরান খুলে
তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে
একলা বলো রে
যদি সবাই ফিরে যায়, ওরে ওরে অভাগা
সবাই ফিরে যায়
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়
তবে পথের কাঁটা
তবে পথের কাঁটা
তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে
একলা দলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে
তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে...
একলা চলো রে



Writer(s): Rabindranath Tagore


Rahul Mukherjee feat. Pooja Shankar & Ranadip Bhaskar - Ekla Chalo Re - Single
Album Ekla Chalo Re - Single
date of release
20-02-2020



Attention! Feel free to leave feedback.