Riddhi Bandyopadhyay - Kotha Je Udhao Holo Lyrics

Lyrics Kotha Je Udhao Holo - Riddhi Bandyopadhyay




কোথা যে উধাও হল
মোর প্রাণ উদাসী
আজি ভরা বাদরে
কোথা যে উধাও হল
ঘন ঘন গুরু গুরু গরজিছে
ঝরো ঝরো নামে দিকে দিগন্তে জলধারা
মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে
মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে অশান্ত বাতাসে
কোথা যে উধাও হল
মোর প্রাণ উদাসী
আজি ভরা বাদরে
কোথা যে উধাও হল



Writer(s): Rabindranath Tagore



Attention! Feel free to leave feedback.