Sadhana Sargam feat. Salil Chowdhury - Na Mono Lage Na Lyrics

Lyrics Na Mono Lage Na - Sadhana Sargam , Salil Chowdhury




না, মন লাগে না
জীবনে কিছু যেন ভাল লাগেনা
নদীর দুই কিনারে দুই তরণী
যতই না বাই নাঙর বাঁধা কাছে যেতে তাই পারিনি
তুমিও
তুমিও ওপার থেকে হায় সরোনি
না মন লাগেনা
চোখে চোখে চেয়ে কাঁদা ভাল লাগেনা
আমি যে ক্লান্ত আজি শক্তি উধাও
কি হবে আর মিছি মিছি বেয়ে এই মিছে নাও
তুমিও
তুমিও ওপার থেকে যাও চলে যাও



Writer(s): CHOUDHURY SALIL, SALIL CHOUDHURY


Attention! Feel free to leave feedback.