Shaan - Hoye Aaye (From "Naqaab") Lyrics

Lyrics Hoye Aaye (From "Naqaab") - Shaan



হয়ে আয় বন্ধুজন
হয়ে আয় না অবাধ্য মন
বেশেছি তোকেই ভালো
হয়ে যা জলপরি
আমি হব তোর-ই পালক
বেশেছি তোকেই ভালো
আজ হোক দিনটা তোর
আজ হোক দিন আমার
চল না এভাবেই বর্তে যায় বারেবার!
হয়ে আয় বন্ধুজন
হয়ে আয় না অবাধ্য মন
বেশেছি তোকেই ভালো
হয়ে যা জলপরি
আমি হব তোর-ই পালক
বেশেছি তোকেই ভালো
বলবো কি বলবো না
ভেবে কতদিন
কাটাবি এমন করে?
চলবো কি চলবো না
করে কত রাত
ভাসাবি এমন করে?
আজ হোক দিনটা তোর
আজ হোক দিন আমার
চল না এভাবেই বর্তে যায়
বারেবার
হয়ে আয় বন্ধুজন
হয়ে আয় না অবাধ্য মন
বেশেছি তোকেই ভালো
হয়ে যা জলপরি
আমি হব তোর-ই পালক
বেশেছি তোকেই ভালো
ঘুরছে মন, উড়ছে মন
তোর দুই পাশে
আজকে এসেছি তাই জানাতে
এই সকাল, অন্য হাল
তুই নেই ধরে
এইবার কে কাকে থামাবে
আজ হোক দিনটা তোর
আজ হোক দিন আমার
চল না এভাবেই বর্তে যায়
বারেবার
হয়ে আয় বন্ধুজন
হয়ে আয় না অবাধ্য মন
বেশেছি তোকেই ভালো
হয়ে যা জলপরি
আমি হব তোর-ই পালক
বেশেছি তোকেই ভালো





Attention! Feel free to leave feedback.