Shaan - Tumi Chara Kichu Nei Aamar Lyrics

Lyrics Tumi Chara Kichu Nei Aamar - Shaan




তুমি ছাড়া কিছু নেই
আমার এই মনে
জীবনে
যাবে ভিজে এভাবেই
আকাশ
প্রেমেরই শ্রাবণে
কেনো যে প্রেমে কাঁদে মন
জানে যে শুধু এই শ্রাবণ
আকাশ চোখে জল আসে
কেন যে কি কারণে
তুমি ছাড়া কিছু নেই
আমার এই মনে
জীবনে
যাবে ভিজে এভাবেই
আকাশ
প্রেমেরই শ্রাবণে
তুমি ছাড়া সাথী নেই
আমার
জীবনের পথে
থেকে যাবে এভাবে
এই প্রেম
হৃদয়ের পাতা তে
কখনও যদি ঝড় আসে
জড়িয়ে নিবো বিশ্বাসে
তোমাকে পাব চিরদিন
জানি যে প্রতি নিঃশ্বাসে
তুমি ছাড়া সাথী নেই
আমার
জীবনের পথে
থেকে যাবে এভাবেই
এই প্রেম
হৃদয়ের পাতা তে
তুমি ছাড়া ভাষা নেই
আমার
প্রেমের কবিতায়
রেখে দেবো এভাবেই
তোমায়
সময়ের ছবিটায়
কখনও যদি মন ভাঙ্গে
জীবনে ব্যাথার রাত থামে
হৃদয় টা কে চাঁদ করে
পাঠাব তোমার নামে
তুমি ছাড়া ভাষা নেই
আমার
প্রেমের কবিতায়
রেখে দেবো এভাবেই
তোমায়
সময়ের ছবিটায়



Writer(s): Jeet Gannguli, Priyo Chattopadhyay


Attention! Feel free to leave feedback.