Shyamal Mitra - Jani Tomar Ajana Nahi Go Lyrics

Lyrics Jani Tomar Ajana Nahi Go - Shyamal Mitra



জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
আমি গোপন করিতে চাহি গো
ধরা পড়ে দুনয়নে
তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
কী বলিতে পাছে কী বলি
তাই দূরে চলে যাই কেবলি
পথপাশে দিন বাহি গো
তুমি দেখে যাও আঁখিকোণে
কী আছে আমার মনে
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
চির নিশীথতিমিরগহনে আছে মোর পূজাবেদী
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া
আনমনে গান গাহি গো
তুমি শুনে যাও খনে খনে
কী আছে আমার মনে
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে




Shyamal Mitra - Tumi Ektu Kebol Boste Diyo Kaachha
Album Tumi Ektu Kebol Boste Diyo Kaachha
date of release
01-12-1989




Attention! Feel free to leave feedback.