Susmita Goswami - Chirodin Kaharo Saman Nahi Jai Lyrics
Susmita Goswami Chirodin Kaharo Saman Nahi Jai

Chirodin Kaharo Saman Nahi Jai

Susmita Goswami


Lyrics Chirodin Kaharo Saman Nahi Jai - Susmita Goswami




চিরদিন কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ
আজিকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়
কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি
তারও হল বনবাস, রাবণ করে দুর্গতি
অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি
তারও হল বনবাস, রাবণ করে দুর্গতি
আগুনেও পুড়িল না
আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়
কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
স্বামী পঞ্চপাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান
দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান
স্বামী পঞ্চপাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান
দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান
পুত্র তার হল হত যদুপতি যার সহায়
কাহারও সমান নাহি যায়
মহারাজ হরিশচন্দ্র রাজ্যদান করে শেষ
শ্মশান-রক্ষী হয়ে লভিল চণ্ডাল বেশ
মহারাজ হরিশচন্দ্র রাজ্যদান করে শেষ
শ্মশান-রক্ষী হয়ে লভিল চণ্ডাল বেশ
বিষ্ণু-বুকে চরণ-চিহ্ন
বিষ্ণু-বুকে চরণ-চিহ্ন, ললাট-লেখা কে খণ্ডায়
কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ
আজিকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়
কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়





Attention! Feel free to leave feedback.