Lyrics Dukkher Timire Jodi Jwole - Swagatalakshmi Dasgupta
দুঃখের
তিমিরে
যদি
জ্বলে
তব
মঙ্গল-আলোক
যদি
জ্বলে-
তবে
তাই
হোক
তবে
তাই
হোক
দুঃখের
তিমিরে
যদি
জ্বলে
মৃত্যু
যদি
কাছে
আনে
তোমার
অমৃতময়
লোক
তবে
তাই
হোক
তবে
তাই
হোক
দুঃখের
তিমিরে
যদি
জ্বলে
পূজার
প্রদীপে
তব
জ্বলে
যদি
মম
দীপ্ত
শোক
তবে
তাই
হোক
অশ্রু-আঁখি
'পরে
যদি
ফুটে
ওঠে
তব
স্নেহচোখ
তবে
তাই
হোক
তবে
তাই
হোক
দুঃখের
তিমিরে
যদি
জ্বলে
তব
মঙ্গল-আলোক
যদি
জ্বলে-
তবে
তাই
হোক
তবে
তাই
হোক
দুঃখের
তিমিরে
যদি
জ্বলে
Attention! Feel free to leave feedback.