Tahsan - Bristy Ele Lyrics

Lyrics Bristy Ele - Tahsan



বৃষ্টি এলে, ভাবি তোমাকে,
আজ এই বৃষ্টিতে খুব কাছে
যেন কল্পনা, প্রেমের আলপনা,
আজ তুমি খুব কাছে
চাইলে কি দেবে অধরে সেই অধর
পবিত্র এই প্রেম, আমার উপহার...
অন্তহীন স্পর্শের অলংকার
স্পর্শ করো, জড়িয়ে ধরো,
তোমার প্রেমের চাঁদরে
মোমের আলো, প্রথম আলো
আজ তুমি খুব কাছে
চাইলে কি দেবে অধরে সেই অধর
পবিত্র এই প্রেম, আমার উপহার...
অন্তহীন স্পর্শের অলংকার
চাইলে কি দেবে অধরে সেই অধর
পবিত্র এই প্রেম, আমার উপহার...
অন্তহীন স্পর্শের অলংকার



Writer(s): sajid sarker


Tahsan - Obhiman Amar
Album Obhiman Amar
date of release
23-04-2019




Attention! Feel free to leave feedback.