Lyrics Bewaris - Warfaze
রাতের
অটুট
নিস্তব্ধতায়
ভেঙ্গে
গেলো
কোনো
এক,
আহ,
রাত
জাগা
পাখির
ডাকে
শেওলাধরা
পুরানো
পাঁচিলে,
ঘেরা
গোরস্থানে
আহ,
উঠছে
নামছে
ক্লান্তির
কোদাল
তৈরী
হচ্ছে
নতুন
আবাস,
উদ্দেশ্য
পরপার
সাড়ে
তিন
হাত
ঘরের
মালিক,
রয়েছে
পাশে
পরে
নিথর
দেহ
চাটাই
মোড়া
বুকভরা
গুমোট
অভিমানে
চাপচাপ
রক্তের
করুন
আবেদন,
বেওয়ারিশ
আমি
আমায়
পৌছে
দাও
আমার
মায়ের
কাছে
রাতের
অটুট
নিস্তব্ধতায়
ভেঙ্গে
গেলো
কোনো
এক,
আহ,
রাত
জাগা
পাখির
ডাকে
শেওলাধরা
পুরানো
পাঁচিলে
নেই
কোনো
শব
যাত্রা
নেই
আঁতরগোলাপের
গন্ধ
নেই
অশ্রুর
বন্যা
অনেকে
পেয়েছে
কাফনের
কাপড়,
পায়নি
যেন
মায়ের
শেষ
আদর
তাদের
পৌছে
দাও
তাদের
মায়ের
কাছে
রাতের
অটুট
নিস্তব্ধতায়
ভেঙ্গে
গেলো
কোনো
এক,
আহ,
রাত
জাগা
পাখির
ডাকে
শেওলাধরা
পুরানো
পাঁচিলে,
ঘেরা
গোরস্থানে
আহ,
উঠছে
নামছে
ক্লান্তির
কোদাল
তৈরী
হচ্ছে
নতুন
আবাস,
উদ্দেশ্য
পরপার
1 Aar Kotokal
2 Aloo
3 Bewaris
4 Bristti
5 Hatasha
6 Jotodur
7 Mrittu Eligi
8 Nei Tumi
9 Samay
10 Smritigulo
Attention! Feel free to leave feedback.