Lyrics Samay - Warfaze
একাকী
হৃদয়ে
থাকবে
আর
কতকাল
ছন্নছাড়া
অভিমান
নিরালায়
একাকী
শুনবো
আর
কতকাল
অন্ধকারের
কলতান
নেমেছি
তাই
আমি
জীবনের
পথে
বাতাসের
কাকলি
বলে
যায়
যে
আমাকে
সময়ের
ছলনায়
ভুলে
যাব
অভিমান
সময়ের
ছলনায়
মুছে
যাবে
পিছুটান
দুঃস্বপ্নের
দিন
থমকে
যায়
শুধু
অবিরাম
সময়
বয়ে
যায়
কত
বিষাদে
কত
বিরহে
কত
প্রহর
কেটে
গেছে
বোবা
সময়ে
মৃদু
পরশে
সব
যন্ত্রণা
মুছে
গেছে
নিঃসঙ্গ
প্রাসাদে
লিখব
আর
কতকাল
দীর্ঘশ্বাসের
কবিতা
মেঘ
ঢাকা
আকাশে
আঁকব
আর
কতকাল
রংহীন
ধূসর
জলছবি
নেমেছি
তাই
আমি.
জীবনের
পথে...
বাতাসের
কাকলী.
বলে
যায়
যে
আমাকে.
সময়ের
ছলনায়
ভুলে
যাব
অভিমান
সময়ের
ছলনায়
মুছে
যাবে
পিছুটান...
![Warfaze - Warfaze](https://pic.Lyrhub.com/img/b/1/7/7/cn0nfz771b.jpg)
1 Aar Kotokal
2 Aloo
3 Bewaris
4 Bristti
5 Hatasha
6 Jotodur
7 Mrittu Eligi
8 Nei Tumi
9 Samay
10 Smritigulo
Attention! Feel free to leave feedback.