Agnibha Bandyopadhyay - Basante basante paroles de chanson

paroles de chanson Basante basante - Agnibha Bandyopadhyay




বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক-
বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক-
যায় যদি সে যাক, যাক
বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক-
রইল তাহার বাণী রইল ভরা সুরে
রইবে না সে দূরে-
হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক্
যায় যদি সে যাক, যাক
বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক-
ছন্দ তাহার রইবে বেঁচে
কিশলয়ের নবীন নাচে নেচে নেচে
ছন্দ তাহার রইবে বেঁচে
তারে তোমার বীণা যায় না যেন ভুলে
তোমার ফুলে ফুলে
মধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্
যায় যদি সে যাক, যাক
বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক-
যায় যদি সে যাক, যাক
বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক-



Writer(s): Rabindranath Tagore




Attention! N'hésitez pas à laisser des commentaires.