Agnibha Bandyopadhyay - Rong lagale bone bone paroles de chanson

paroles de chanson Rong lagale bone bone - Agnibha Bandyopadhyay




রঙ লাগালে বনে বনে
কে রঙ লাগালে বনে বনে
ঢেউ জাগালে সমীরণে
কে রঙ লাগালে বনে বনে
কে রঙ লাগালে বনে বনে
আজ ভুবনের দুয়ার খোলা
ঢেউ দিয়েছে বনের দোলা-
দে দোল! দে দোল! দে দোল!
কোন্ ভোলা সে ভাবে-ভোলা খেলায়
প্রাঙ্গণে, প্রাঙ্গণে, প্রাঙ্গণে
কে রঙ লাগালে বনে বনে
কে রঙ লাগালে বনে বনে
আন্ বাঁশি- আন্ রে তোর আন্ রে বাঁশি
উঠল সুর উচ্ছ্বাসি ফাগুন-বাতাসে
আজ দে ছড়িয়ে, ছড়িয়ে শেষ বেলাকার কান্না হাসি-
আন্ বাঁশি-
সন্ধ্যাকাশের বুক-ফাটা সুর
বিদায়-রাতি করবে মধুর
মাতল আজি অস্তসাগর সুরের প্লাবনে
কে রঙ লাগালে বনে বনে
কে রঙ লাগালে বনে বনে
ঢেউ জাগালে সমীরণে
কে রঙ লাগালে বনে বনে
কে রঙ লাগালে বনে বনে



Writer(s): Rabindranath Tagore




Attention! N'hésitez pas à laisser des commentaires.