Alka Yagnik - Shai Pakhitar paroles de chanson

paroles de chanson Shai Pakhitar - Alka Yagnik



সেই পাখিটার কে জানি কি নাম
যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার
সেই পাখিটার কে জানি কি নাম
যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার।।
কোন দেশে কোন গাছের শাখায়
জানি না তার বাসা কোথায়?
কোন দেশে কোন গাছের শাখায়
জানি না তার বাসা কোথায়?
খোঁজ নেবো বা কোন ঠিকানায়
যে এখন আমি তার
সেই পাখিটার কে জানি কি নাম
যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার।।
জানতে বড়ই ইচ্ছা করে
ঘুম জড়ানো অন্ধকারে
জানতে বড়ই ইচ্ছা করে
ঘুম জড়ানো অন্ধকারে
শ্নেহের শিকল কেটে দিয়ে
সে বন্দী হলো কার
সেই পাখিটার কে জানি কি নাম
যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার।।
আমায় ভুলে সুখ যদি পায়
ব্যাথা ভুলে থাকবো না হয়
আমায় ভুলে সুখ যদি পায়
ব্যাথা ভুলে থাকবো না হয়
ভালো আছে সে জানলে পরে
মন কাঁদবে না তো আর
সেই পাখিটার কে জানি কি নাম
যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার।।



Writer(s): BABUL BOSE, SHAMOL SEN GUPTO


Alka Yagnik - Aadhunik Bangla Gaan - Alka Yagnik
Album Aadhunik Bangla Gaan - Alka Yagnik
date de sortie
26-10-1989




Attention! N'hésitez pas à laisser des commentaires.