Amar Pal - Dekhechi Rupsagare Moner Manush paroles de chanson

paroles de chanson Dekhechi Rupsagare Moner Manush - Amar Pal




দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
বহুদিন তারই সঙ্গে ভেসেছি প্রেম-তরঙ্গে
বহুদিন তারই সঙ্গে ভেসেছি প্রেম-তরঙ্গে
সেই সে সুজনের সঙ্গে হলো দেখাশোনা
সেই সে সুজনের সঙ্গে হলো দেখাশোনা
এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না
এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি-ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয় না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
পথিক আর ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে
পথিক আর ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে
নিরলে বসে করো তার যোগ-সাধনা
নিরলে বসে করো তার যোগ-সাধনা
এখন ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না
এখন ধরতে পেলে মনের মানুষ চলে যেতে আর দিও না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা



Writer(s): Traditional


Attention! N'hésitez pas à laisser des commentaires.