Amar - Alo Alo paroles de chanson

paroles de chanson Alo Alo - Amar



আলো আমার,
আলো ওগো, আলো ভুবন-ভরা
আলো নয়ন-ধোওয়া আমার,
আলো হৃদয়-হরা
নাচে আলো নাচে, ভাই,
আমার প্রাণের কাছে—
বাজে আলো বাজে, ভাই,
হৃদয়বীণার মাঝে—
জাগে আকাশ, ছোটে বাতাস,
হাসে সকল ধরা
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি
আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী
মেঘে মেঘে সোনা, ভাই,
যায় না মানিক গোনা—
পাতায় পাতায় হাসি, ভাই,
পুলক রাশি রাশি—
সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা




Amar - Erst Straße dann Rap
Album Erst Straße dann Rap
date de sortie
25-05-2018




Attention! N'hésitez pas à laisser des commentaires.