Amit Kumar - Phele Asha Din paroles de chanson

paroles de chanson Phele Asha Din - Amit Kumar



ফেলে আসা দিন আজ রঙিন স্মৃতির পাতায়
কখনো কাদায় কখনো হাসায় আমায় এই নিরালায়
ফেলে আসা দিন আজ রঙিন স্মৃতির পাতায়
চলেছি একা যে আমি পথ শুধু বেদনার
হৃদয়ে লেখা যে নাম সে তো শুধু তোমার
চলেছি একা যে আমি পথ শুধু বেদনার
হৃদয়ে লেখা যে নাম সে তো শুধু তোমার
তোমার ছোঁওয়া তে আমি জীবন খুঁজে পাই
ফেলে আসা দিন আজ রঙিন স্মৃতির পাতায়
কখনো কাদায় কখনো হাসায় আমায় এই নিরালায়
গাই আমি আজও যে গান সুরে সুরে আমার প্রান
রেখে গেছো শুধু তোমার সে মান অভিমান
গাই আমি আজও যে গান সুরে সুরে আমার প্রান
রেখে গেছো শুধু তোমার সে মান অভিমান
তোমাকে পাওয়ার আশায় দিন গুনে যাই
ফেলে আসা দিন আজ রঙিন স্মৃতির পাতায়
কখনো কাদায় কখনো হাসায় আমায় এই নিরালায়
হু হু হু হু হু আহা হা হা হা হা হা হু হু হু হু




Amit Kumar - Phele Asha Din
Album Phele Asha Din
date de sortie
21-09-2012




Attention! N'hésitez pas à laisser des commentaires.