paroles de chanson Ekta Mon - Anupam Roy
একটা
মন
হাঁটি
হাঁটি
পায়ে
আকাবাকা
রেলগাড়ি
মেঘ
এসে
চোখে
দিলো
রঙ
হাতে
দিলো
ডাকটিকিট
বৃষ্টি
মেশে
ড্রইং
খাতায়
ফুল
ফল
লতাই
পাতায়
(হয়তো
সেই
দেশে
বন্ধু
থাকে
নাম
না
জানা
তারই
খোঁজে
মেলেছি
ডানা)-২
একটা
ট্রাম
ঝুলে
থাকা
তার
শহরের
এক
কোনে
রঙ
চটা
তিনটে
চড়াই
মোম
ঘষা
প্যাস্টেল
এর
ঝড়
থেকে
উঠে
একটা
মেঘ
টুপ
করে
দিলো
সুখবর
হয়তো
সেই
দেশে
বন্ধু
থাকে
নাম
না
জানা
তারই
খোঁজে
মেলেছি
ডানা
(গান
বেধেছে
দিন
হাসিখুশি
টগবগিয়ে
টয়ট্রেন
এ
হাত
মেখেছে
রঙ
জানলাজোড়া
বনসবুজ
কুচকাওয়াজ)
-২
একটু
ছুটে
প্যারাসুটে
হাওয়া
খেল
ডিগবাজী
উল্টো
হাওয়া
রঙিন
ছাতায়
একটা
ছুটি
বাধলো
জুটি
ভ্যানিশ
হলো
প্ল্যান
সাদা
ধোয়া
স্বপ্ন
পাঠাই
(হয়তো
সেই
দেশে
বন্ধু
থাকে
নাম
না
জানা
তারই
খোঁজে
মেলেছি
ডানা)-২
একটি
ট্রেন
ইতিউতি
চায়
জানালা
খোলে
গল্পেরা
আনমনা
সোনার
পাহাড়
কুয়াশাও
মনমরা
একটু
দূরে
শীতকাতুরে
ভোর
কমলা
রোদের
স্টেশন
(হইত
সেই
দেশে
বন্ধু
থাকে
নাম
না
জানা
তারই
খোঁজে
মেলেছি
ডানা)-২
Attention! N'hésitez pas à laisser des commentaires.