Anupam Roy - Rock and Roll - From "Ebar Morle Gachh Hawbo" paroles de chanson

paroles de chanson Rock and Roll - From "Ebar Morle Gachh Hawbo" - Anupam Roy




SDM.MID
আসলে কিভাবে
শুরু হয়েছিল
সেটা ভুলে গিয়েই হেঁটে চলে গেছি রোজ
ধারালো কিছু নখ
সারানো কিছু দাঁত
দুবেলা আমার এরা করে যায় খোঁজ
আসলে কিভাবে
শুরু হয়েছিল
সেটা ভুলে গিয়েই হেঁটে চলে গেছি রোজ
ধারালো কিছু নখ
সারানো কিছু দাঁত
দুবেলা আমার এরা করে যায় খোঁজ
আমি লিখে রাখি এক কোনায়
আমার প্রিয় কিছু গানের নাম
এই শূন্য মিছিলে
তুমি সব কিনে নিলে
তাই বেঁচে থেকে নেই আরাম
এই শূন্য মিছিলে
তুমি সব কিনে নিলে
তাই বেঁচে থেকে নেই আরাম
আমি জানি এত শব্দে আসেনা ঘুম
তাই জেগে থাকে যারা
তাদের গান শোনাতে চাই
আমাকে মারতে পাঠিয়েছিলে যাদের
তাদের রক্তে এএএ মিশিয়ে দিলাম
রক অ্যান্ড রোল



Writer(s): Anupam Roy



Attention! N'hésitez pas à laisser des commentaires.